মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ইতিবাচক প্রচারের বার্তা মুখ্যমন্ত্রী ফডনবিশের

মহারাষ্ট্রের  কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-01 2.34.13 PM

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের আসন্ন স্থানীয় সংস্থার নির্বাচনে প্রচার অভিযানের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ জানান, নির্বাচনের সময় প্রতিটি দলকেই নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে তাঁরা যত বেশি সম্ভব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি বলেন, “আমাদের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করছেন… আমি ইতিবাচক এজেন্ডা নিয়ে এগোচ্ছি, ইতিবাচক ভোট চাইছি। তাই আমি কারও বিরুদ্ধে কথা বলছি না।”

ফডনবিশের এই বক্তব্যকে রাজনৈতিক মহল নির্বাচনী প্রচারে নতুন ধরনের সুর হিসেবেই দেখছে, যেখানে আক্রমণাত্মক বক্তব্য এড়িয়ে উন্নয়ন ও ইতিবাচক বার্তাকে সামনে আনার চেষ্টা স্পষ্ট।