AI দিয়ে করা হচ্ছে ডিজিটাল জালিয়াতি,শিকার হলেন খোদ মুখ্যমন্ত্রী ! সকাল সকাল এ কি বললেন মুখ্যমন্ত্রী ?

কি বললেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
hacking.webp

নিজস্ব সংবাদদাতা : এবার এআই/AI (ARTIFICIAL INTELLIGENCE)-কে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন,''আজ এআই (AI) আমাদের সকলের সামনেই নতুন নতুন অনেকগুলি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আমি নিজেও বর্তমানে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে রয়েছি। আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এআই (AI)-এর মাধ্যমে সংগঠিত হওয়া নানান ধরণের ডিজিটাল জালিয়াতি।''

Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

এরপর তিনি বলেন,''কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি আমারই একটি ভিডিও দেখতে পেলাম। ওই ভিডিওটি একটি স্বাভাবিক ভিডিও ছিল যেখানে আমি একটি বক্তৃতা দিচ্ছিলাম। কিন্তু বক্তৃতাটি সম্পূর্ণ ভিন্ন ছিল। ওখানে আমার কণ্ঠস্বর ব্যবহার করে বলা হচ্ছিল যে, কোনও এক ডাক্তার এমন একটি ওষুধ তৈরি করেছেন, যা আমি নিজেও ব্যবহার করেছি এবং আপনাদেরও তা ব্যবহার করা উচিত।"