মেঘ ভাঙা বৃষ্টির জের, তৈরি হল অস্থায়ী লেক

হারসিলে একটি অস্থায়ী লেক তৈরি হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-09 at 09.29.11

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর মেঘ ভাঙা বৃষ্টির জেরে এবার তৈরি হয়ে গেল অস্থায়ী লেক। ৫ আগস্ট মেঘ ভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যার পর হারসিলে একটি অস্থায়ী লেক তৈরি হয়েছে। যার জলে দেখা যাচ্ছে শুধুই ধ্বংসের রূপ।