কাশ্মীরে পাহাড়ি গ্রাম মুছে গেল মানচিত্র থেকে, চিসোটি আজ কেবল ধ্বংসস্তূপ

কাশ্মীরের চিসোটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
cloudburst-in-uttarkashi

নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহে ভয়াবহ মেঘভাঙার পর থেকে জম্মু–কাশ্মীরের কিশতওয়ার জেলার চিসোটি গ্রামে এখনও চলছে উদ্ধারকাজ। সোমবারও প্রবল বৃষ্টি আর দুর্গম পাহাড়ি পথের মধ্যেই নিখোঁজদের খুঁজতে লড়াই চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এখন পর্যন্ত সরকারি হিসাবে ৬১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে আরও অনেকে এখনও নিখোঁজ। পঞ্চম দিনে গড়িয়ে যাওয়া এই অভিযানে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে রেইনকোট পরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ঘেঁটে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বিশেষ করে, যে লঙ্গরখানা (কমিউনিটি কিচেন) বন্যায় ভেসে গিয়েছিল, সেখানে জোর তল্লাশি চলছে।

kashmir flood

ভারী যন্ত্রপাতি, মাটি কাটার মেশিন আর প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের খোঁজা হচ্ছে। কিন্তু টানা বৃষ্টির কারণে কাজ হচ্ছে আরও কঠিন।

উল্লেখ্য, ১৪ আগস্ট চিসোটি গ্রামে ভয়াবহ মেঘভাঙা হয়েছিল। এটি মচাইল মাতা মন্দিরের পথে শেষ মোটরচালিত গ্রাম। কয়েক মিনিটের প্রবল জলধারায় গ্রামটি একেবারে তছনছ হয়ে যায়।