বন্দে ভারত : প্রশ্নের মুখে পরিষ্কার-পরিচ্ছন্নতা!

হাওড়া-পুরী এক্সপ্রেসের পর কাঠগড়ায় এমজিআর চেন্নাই সেন্ট্রাল - মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস। এবার পরিষ্কার পরিচ্ছন্নতার নির্দশন তুলে ধরে ট্যুইটারে ভিডিও পোস্ট করলেন এক যাত্রী এস বিশ্বনাথন।

author-image
Pallabi Sanyal
22 May 2023 | আপডেট করা হয়েছে 23 May 2023
বন্দে ভারত :  প্রশ্নের মুখে পরিষ্কার-পরিচ্ছন্নতা!

নিজস্ব সংবাদদাতা : হাওড়া-পুরী এক্সপ্রেসের পর কাঠগড়ায় এমজিআর চেন্নাই সেন্ট্রাল - মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস। এবার পরিষ্কার পরিচ্ছন্নতার নির্দশন তুলে ধরে  ট্যুইটারে ভিডিও পোস্ট করলেন এক যাত্রী এস বিশ্বনাথন। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে 'E1 20608' কামড়ায়। কামড়ায় তরল পড়ে থাকতে দেখা যাচ্ছে ভিডিওতে। হতে পারে কোনো খাবার, ঝোল জাতীয় কিছু। সেটা পরিষ্কার না হওয়ায় ক্ষুব্ধ যাত্রী। অবিলম্বে তা পরিষ্কারের জন্য রেলের কাছে আর্জি জানিয়েছেন। ট্রেনটি মাইসুরু থেকে যাত্রা শুরু করার আগে বিষয়টি রেলের নজরে এনেছেন তিনি।