সম্পূর্ণভাবে মহিলাদের নিয়ে তৈরী হবে কমান্ডো দল ! নতুন ইতিহাস রচনার পথে CISF

নারী ক্ষমতায়নে বড় পদক্ষেপ নিল সিআইএসএফ (CISF)।

author-image
Debjit Biswas
New Update
rgkar cisf1

নিজস্ব সংবাদদাতা : এবার দেশের নিরাপত্তা বাহিনীতে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)। এই পদক্ষেপের মাধ্যমেই নিজেদের বাহিনীতে প্রথমবারের মতো একটি সম্পূর্ণ মহিলা কমান্ডো দল অন্তর্ভুক্ত করতে চলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)। এই বিষয়ে সিআইএসএফ (CISF) জানিয়েছে,''মধ্য প্রদেশের বারওয়াহার রিজিওনাল ট্রেনিং সেন্টারে (RTC) মহিলা কমান্ডোদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ৮ সপ্তাহের উন্নতমানের কমান্ডো কোর্সে, তাদের কুইক রিয়্যাকশন টিম (QRT) এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF) এর দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে এই মহিলা কমান্ডোদের বিভিন্ন উচ্চ-নিরাপত্তাযুক্ত প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় মোতায়েন করা হবে।'' 

Beng_CISF need to aument resources in coal belt