নবি মুম্বই বিমানবন্দরে জুড়ে গেল CISF

৯০০ প্রশিক্ষিত কর্মী মোতায়েন করা হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
G4bbmU4WcAA-9RV

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে (NMIA) আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি দেশের ৭১টি বিমানবন্দরে CISF-এর বিশেষায়িত বিমান সুরক্ষা উপস্থিতির একটি উল্লেখযোগ্য সম্প্রসারণকে চিহ্নিত করে। CISF সূত্রে জানা গিয়েছে, এই অন্তর্ভুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে, যার শুরুতে CISF-এর সিনিয়র কমান্ড্যান্ট এবং প্রধান বিমানঘাঁটি নিরাপত্তা কর্মকর্তা সুনিত শর্মার নেতৃত্বে ৯০০ প্রশিক্ষিত কর্মী মোতায়েন করা হবে।

G4bbnR4WQAAl4GB