বিহার নির্বাচনে আরজেডি’র প্রার্থী ঘোষণা নিয়ে চিরাগ পাসওয়ানের কটাক্ষ — “মহাগঠবন্ধন ভাঙনের পথে”

চিরাগ পাসওয়ান বললেন, “একই আসনে একাধিক প্রার্থী দেওয়া মানেই বিভ্রান্তি, বন্ধুত্বপূর্ণ লড়াই বলে কিছু নেই”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-20 12.55.33 PM

নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি (RJD)-র ১৪৩টি আসনে প্রার্থী দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও এলজেপি (রামবিলাস) নেতা চিরাগ পাসওয়ান। তিনি বলেন, “আমার রাজনৈতিক জীবনে এমন দৃশ্য কখনও দেখিনি— এত বড় একটি জোট এখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।”

চিরাগ আরও বলেন, “যদি মহাগঠবন্ধনের নেতারা মনে করেন একই আসনে একাধিক প্রার্থী দেওয়া কোনো ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’, তবে তারা ভুল ভাবছেন। রাজনীতিতে এমন কিছু হয় না।”

তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে বহু আসনে যেখানে আগে লড়াই কঠিন মনে হচ্ছিল, এখন মহাগঠবন্ধন নিজেই আমাদের জন্য ‘ওয়াকওভার’ দিয়ে দিয়েছে।