/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি (রাম বিলাস)–এর জাতীয় সভাপতি চিরাগ পাসওয়ান গতরাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও বিজেপির বিহার নির্বাচন-ইনচার্জ ধর্মেন্দ্র প্রধানের দিল্লি বাসভবনে পৌঁছান। সেখানে তিনি ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে বিহার নির্বাচনে বিজয় অর্জনের জন্য তাঁকে অভিনন্দন জানান।
/anm-bengali/media/post_attachments/49e3b81d-278.png)
সাক্ষাতের সময় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও বিহার প্রভারি বিনোদ তাওড়েও উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই সৌজন্য সাক্ষাৎ এনডিএ শিবিরের অভ্যন্তরীণ সমন্বয় আরও মজবুত করার সূচক।
চিরাগ পাসওয়ান ও ধর্মেন্দ্র প্রধানের এই বৈঠককে আগামী দিনের বিহার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। এনডিএ জোটের ভবিষ্যৎ রূপরেখা, সমন্বয় ও সাংগঠনিক কৌশল নিয়েও তাঁদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Union Minister and LJP (Ram Vilas) National President LJPLJP visited the Delhi residence of Union Education Minister and BJP's Bihar election in-charge Dharmendra Pradhan last night, met him, and congratulated him on the victory.
— ANI (@ANI) November 17, 2025
BJP National General Secretary and Bihar… pic.twitter.com/4VcLETe5du
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us