ধর্মেন্দ্র প্রধানের দিল্লি বাসভবনে চিরাগ পাসওয়ানের শুভেচ্ছা-সাক্ষাৎ

বিজয় উপলক্ষে অভিনন্দন জানালেন এলজেপি (রাম বিলাস) সভাপতি; উপস্থিত ছিলেন বিজেপির বিহার প্রভারি বিনোদ তাওড়ে।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি (রাম বিলাস)–এর জাতীয় সভাপতি চিরাগ পাসওয়ান গতরাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও বিজেপির বিহার নির্বাচন-ইনচার্জ ধর্মেন্দ্র প্রধানের দিল্লি বাসভবনে পৌঁছান। সেখানে তিনি ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে বিহার নির্বাচনে বিজয় অর্জনের জন্য তাঁকে অভিনন্দন জানান।

সাক্ষাতের সময় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও বিহার প্রভারি বিনোদ তাওড়েও উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই সৌজন্য সাক্ষাৎ এনডিএ শিবিরের অভ্যন্তরীণ সমন্বয় আরও মজবুত করার সূচক।

চিরাগ পাসওয়ান ও ধর্মেন্দ্র প্রধানের এই বৈঠককে আগামী দিনের বিহার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। এনডিএ জোটের ভবিষ্যৎ রূপরেখা, সমন্বয় ও সাংগঠনিক কৌশল নিয়েও তাঁদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।