এবার ওয়াকফ বিল নিয়ে স্টালিনকে কড়া আক্রমণ করলেন চিরাগ পাসওয়ান !

এই বিষয়ে চিরাগ পাসওয়ান বলেন, "সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"

author-image
Debjit Biswas
New Update
chirag paswannj.jpg


নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করার পর, আজ কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান স্টালিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের কড়া প্রতিক্রিয়া দিলেন। তিনি বলেন, "ওয়াকফ সংশোধনী বিল এখনও সংসদে আলোচনার জন্য আসেনি। কিন্তু বিরোধী দলের নেতারা ইতিমধ্যেই এই বিষয়টিকে নিয়ে এমনভাবে ভুল বার্তা ছড়াতে শুরু করেছেন, যেন এটি মুসলিমদের বিরুদ্ধে।"

stalin

তিনি আরও বলেন, "বিহারে নির্বাচন আসন্ন। তাই এখন বিরোধীরা মুসলিমদের কথা ভাবছে। কিন্তু আমি মুসলিম ধর্মীয় সংগঠনগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে চাই। কেন তারা সেইসব নেতাদের কাছে জবাবদিহি চাইছেন না, যারা শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করে মুসলিমদের শোষণ করেছে?"