নির্বাচনে করা প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে ! সংসদ ও বিহার বিধানসভার অধিবেশন নিয়ে বড় মন্তব্য করলেন চিরাগ পাসওয়ান

কি বড় মন্তব্য করলেন চিরাগ পাসওয়ান ?

author-image
Debjit Biswas
New Update

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় মন্ত্রী এবং লোক জনশক্তি পার্টি (রামবিলাস) বা LJP (RV)-এর প্রধান চিরাগ পাসওয়ান আজ পাটনায় এক মন্তব্য করে সংসদ ও বিহার বিধানসভার আসন্ন অধিবেশনগুলিকে দলীয় অঙ্গীকার পূরণের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে চিহ্নিত করলেন।

chirag paswannj.jpg

তিনি বলেন,''সংসদের শীতকালীন অধিবেশন এবং বিহার বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। এখন সময় এসেছে, আমরা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তা পূরণ করার।"