মোদির বাসভবনে ঢুকবেন চীনের শীর্ষ কূটনীতিক, কী বার্তা নিয়ে আসছেন চীনের বিদেশমন্ত্রী

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠকে বসবেন চীনের বিদেশমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
China foreign minister and modi

নিজস্ব সংবাদদাতা: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার তিন দিনের সফরে ভারতে আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে সাক্ষাৎ করবেন।

china foreign minister

ওয়াং ই সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে দিল্লির আইজিআই বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি হায়দরাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার তিনি ভারত-চীন সীমান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধিদের ২৪তম বৈঠকে অংশ নেবেন। এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।