১৭০-এ ১৪০! হিসেব বোঝালেন মুখ্যমন্ত্রী, কীসের?

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ৫ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এৎই মাঝে আপ নেতাদের গ্রেফতারি নিয়ে হিসেব বোঝালেন অরবিন্দ কেজরিওয়াল।

author-image
Pallabi Sanyal
New Update
kejri haryana.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দিল্লি আবগারী মামলায় নজরে আপ! সাংসদ সঞ্জয় সিংয়ের গ্রেফতারির পর ইডি অভিযান চালায় আমানতুল্লাহ খানের বাড়িতে। এবার গর্জে উঠলেন দলের সুপ্রিমো ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, "আপ বিধায়কদের বিরুদ্ধে ১৭০টিরও বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ১৭০টি মামলার মধ্যে ১৪০টি রায় আমাদের পক্ষে ছিল৷ গত দুই বছর ধরে, তারা (কেন্দ্রের বিজেপি সরকার) আমাদের মন্ত্রী এবং সিনিয়র নেতাদের গ্রেফতার করা শুরু করেছে৷ তারা সঞ্জয় সিংকে গ্রেফতার করে এবং আমানতুল্লাহ খানের বাড়িতে অভিযানও চালায়।বিষয়টি আদালতে বিচারাধীন। তাই বেশি কিছু বলব না, তবে মনীশ সিসোদিয়ার মামলার শুনানিতে বিচারক বারবার প্রমাণের কথা বলার পরও তারা তা কোনো প্রমাণ দেখাননি। তাদের কাছে একটিও প্রমাণ আছে? তাদের কাছে মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, যার মানে পুরো মামলাটি মিথ্যা।"

hiring.jpg