দেহরাদুনে এবিভিপির ৭১তম জাতীয় সম্মেলনে মুখ্যমন্ত্রী ধামি

যুবসমাজই জাতি গঠনের সবচেয়ে বড় শক্তি: উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-30 5.06.31 PM

নিজস্ব সংবাদদাতা: রবিবার দেহরাদুনের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ৭১তম জাতীয় সম্মেলনে যোগ দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। অনুষ্ঠানে তিনি গোরখপুরের কৃষ্ণ পাণ্ডেকে প্রফেসর যশবন্ত রাও কেলকার যুব পুরস্কার সম্মানে ভূষিত করেন। মুখ্যমন্ত্রী বলেন, শিশু ভিক্ষাবৃত্তি নির্মূল, অসহায় মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সেবা এবং কারাবন্দিদের পুনর্বাসনের কাজে কৃষ্ণ পাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এবিভিপির বিভিন্ন রাজ্য থেকে আগত পদাধিকারীদের স্বাগত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনিও একসময় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসেবে ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। সেই অভিজ্ঞতা তাঁর নেতৃত্ব, সংগঠন দক্ষতা এবং সমাজসেবার মানসিকতাকে দৃঢ় করেছে। তিনি বলেন, এবিভিপির এই জাতীয় সম্মেলন কোনো সাধারণ সমাবেশ নয় বরং দেশগঠনের পবিত্র লক্ষ্যে উৎসর্গিত উদ্যমী তরুণদের এক বিশাল সমাগম।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই মঞ্চ থেকে উঠে আসা ভাবনা ও প্রস্তাবগুলি দেশগঠনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, ১৯৪৯ সালে দেশের নবযাত্রার সূচনালগ্নে এবিভিপি প্রতিষ্ঠিত হয়েছিল—এক সংগঠিত, সচেতন ও মূল্যবোধসম্পন্ন ছাত্রশক্তির প্রয়োজনেই। গত ৭৭ বছর ধরে সংগঠনটি ‘ব্যক্তির গঠন থেকেই জাতির গঠন’ নীতিতে বিশ্বাস রেখে সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও ভাবাদর্শের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে কাজ করে চলেছে।


যুবসমাজকে দেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ধামি বলেন, কঠোর পরিশ্রম, প্রতিভা ও মনোবলের মাধ্যমে ভারতীয় যুবসমাজই শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভারতকে পুনরায় বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া এবং নতুন শিক্ষানীতির মতো উদ্যোগ দেশের যুবসমাজকে তাদের প্রতিভা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে। দেশের উন্নয়নযাত্রায় তরুণদের অবদানই ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।