অফিসার নিয়োগ ও প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে গেহলটকে আক্রমণ মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার

“১৯টির মধ্যে ১৭টি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল—যুবসমাজের স্বপ্ন ভেঙেছেন আপনি”।

author-image
Aniket
New Update
Bhajanlal Sharmaq2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তীব্র সমালোচনা করেন। গেহলট অভিযোগ করেছিলেন যে বর্তমান সরকার নাকি তাদের আমলের নিয়োগপ্রাপ্ত অফিসারদেরই ব্যবহার করছে। এর জবাবে শর্মা বলেন, “অফিসার সরকারে কাজ করেন, কারও ব্যক্তিগত সম্পত্তি নন।”

bhajanlal sharmaw1.jpg

তিনি আরও অভিযোগ করেন, “আপনার আমলে ১৯টির মধ্যে ১৭টি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। যুবসমাজের স্বপ্ন আপনি ভেঙেছেন। সেই একই অফিসাররা আজও রাজ্যের সেবায় আছেন। আমাদের সরকারে কি একটি প্রশ্নপত্রও ফাঁস হয়েছে? থাকলে জানান।” মুখ্যমন্ত্রী জানান, দরিদ্র কৃষক পরিবারগুলো কীভাবে কষ্ট করে তাঁদের সন্তানদের পড়াশোনা করান, সেই বিষয়টিও তিনি মনে করিয়ে দিতে চান।