New Update
/anm-bengali/media/media_files/BK37Wyu4UUUh8n69bCDh.jpg)
নিজস্ব সংবাদদাতা: এখনই নয় চ্যাট জিপিটি। জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশেষ করে চিকিৎসা খাতে এর ব্যবহার করতে নিষেধ করেছেন তিনি। সোমবার দিন তিনি পরামর্শ দেন যে, চ্যাট জিপিটি-র মতো সরঞ্জামগুলি এখনও সম্পূর্ণরূপে যাচাই করা হয়নি। তাই তিনি রাজ্যের মানুষ, বিশেষ করে চিকিৎসক সম্প্রদায়কে এই চ্যাট জিপিটি ব্যবহার করতে নিষেধ করেছেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সম্পূর্ণ যাচাই না হওয়া পর্যন্ত চিকিৎসকরা যেন চ্যাট জিপিটি ব্যবহার না করেন। কারণ এর ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে।
#WATCH | I advise the medical fraternity not to use tools like Chat GPT immediately until it is completely verified as it may lead to some problems: Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/umT1MCGvMq
— ANI (@ANI) June 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us