প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে কাঠগড়ায় এবার রাহুল

প্রথমবার নয় যে তিনি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলিতে অনুপস্থিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rahul Gandhi sad kl.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অনুপস্থিতি সম্পর্কে বিজেপি নেতা অমিত মালব্যের টুইটের বিষয়ে এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেশবন। এদিন তিনি বলেন, “এলওপি রাহুল গান্ধী ভারতের নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানকে অসম্মানজনকভাবে বয়কট করার মাধ্যমে সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি তার অবজ্ঞা এবং ডঃ বাবাসাহেব আম্বেদকরের সংবিধানের প্রতি তার গভীর অবজ্ঞা স্পষ্টভাবে প্রকাশ করে। আমাদের গণতান্ত্রিক ঐতিহ্যকে অসম্মান করার ক্ষেত্রে রাহুল গান্ধী বারবার অপরাধী, এবং এটিই প্রথমবার নয় যে তিনি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলিতে অনুপস্থিত। এলওপির পরিবর্তে, রাহুল গান্ধীকে দলীয় নেতা বা পর্যটনের নেতা হিসাবে বর্ণনা করাই ভালো হবে। ভারতের জনগণ রাহুল গান্ধীর অহংকারী রাজনীতির উপযুক্ত জবাব দেবে”।

CR Kesavan h1.jpg