১১টি আসনেই জয় বিজেপির, কংগ্রেস শূন্য! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কংগ্রেসকে নিয়ে বড় মন্তব্য করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

author-image
Aniruddha Chakraborty
New Update
জ্জ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, "মানুষ কংগ্রেসকে ছত্তিশগড় আসন দখল করতে দেবে না, এবার বিজেপি ১১টি আসনই জিতবে। যেহেতু আমরা রাজ্যে সরকার গঠন করেছি, তাই আমরা নকশালদের বিরুদ্ধে লড়াই করছি; আমরা ক্রমাগত সুরক্ষা খুলে দিচ্ছি, যাকে 'সুবিধা শিবির'ও বলা হয়।" 

,নন

Add 1