রাজ্যে নতুন সরকার? মুখ্যমন্ত্রী নিজেই আভাস দিলেন

ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel) একদিনের সফরে সাতনায় পৌঁছেছেন। জানা গেছে, তিনি সাতনা জেলার নাকতি গ্রামে অবস্থিত দেবী মন্দিরে প্রার্থনা করবেন।

author-image
Pritam Santra
23 May 2023
রাজ্যে নতুন সরকার? মুখ্যমন্ত্রী নিজেই আভাস দিলেন

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel) একদিনের সফরে সাতনায় পৌঁছেছেন। জানা গেছে, তিনি সাতনা জেলার নাকতি গ্রামে অবস্থিত দেবী মন্দিরে প্রার্থনা করবেন। সাতনায় পৌঁছানোর পর ভূপেশ বাঘেলও মধ্যপ্রদেশ নির্বাচন নিয়ে বড় মন্তব্য করেন। সাতনায় পৌঁছলে স্থানীয় কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, এই নির্বাচনে মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) কংগ্রেস সরকার গঠন করা হবে। মুখ্যমন্ত্রী বাঘেল বলেন, কর্ণাটকে বিজেপি যেভাবে নাশকতার মাধ্যমে সরকার গঠন করেছিল, সেখানকার জনগণ তা প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রদেশেও একই কাজ করেছে বিজেপি। সুতরাং, এখন মধ্যপ্রদেশের জনগণও বিজেপিকে প্রত্যাখ্যান করবে এবং এখানে কংগ্রেস সরকার গঠন করা হবে। '