রায়পুরে বিজয়া দশমী উৎসবে যোগ দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই

WRS স্টেডিয়ামে টানা ৫৫ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে শ্রী রাম বিজয়া দশমী মহোৎসব, মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন আয়োজক কমিটিকে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-02 9.34.52 PM

নিজস্ব সংবাদদাতা: বিজয়া দশমীর শুভক্ষণে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই আজ রায়পুরের WRS স্টেডিয়ামে আয়োজিত ‘শ্রী রাম বিজয়া দশমী উৎসব’-এ যোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, “আজ বিজয়া দশমীর পবিত্র দিন। এটি দুর্গাপূজা ও দশেরা মহোৎসবের উপলক্ষ। রায়পুরে WRS স্টেডিয়ামে টানা ৫৫ বছর ধরে বিজয়া দশমী মহোৎসবের আয়োজন করা হচ্ছে। আমি এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।”

প্রতিবছরের মতো এবারও বিপুল উৎসাহ ও ভক্তিমূলক পরিবেশে আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে উৎসবের আনন্দ আরও বৃদ্ধি পায়।