কুনো থেকে গান্ধী সাগর ! নতুন বাসস্থান পেল চিতা 'ধীরা'

এক নতুন বাসস্থান পেল ধীরা।

author-image
Debjit Biswas
New Update
cheetah

নিজস্ব সংবাদদাতা :  বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যান থেকে একটি মহিলা চিতা 'ধীরা'-কে সফলভাবে গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হয়েছে। চিতা প্রকল্পের একটি অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই বিষয়ে বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে যে, 'ধীরা'-কে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য একটি বিশেষভাবে প্রস্তুত করা ঘেরে রাখা হয়েছে। এই ঘেরে পর্যাপ্ত পরিমান শিকারের ব্যবস্থা করা হয়েছে।

cheetah1

এই বিষয়ে চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন অতুল শ্রীবাস্তব জানান,''স্থানান্তরের আগে 'ধীরা'-র স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সে পুরোপুরি সুস্থ আছে। এই স্থানান্তরের মূল উদ্দেশ্য হল চিতা সংরক্ষণ প্রকল্পের অধীনে চিতার সংখ্যা বাড়ানো এবং তাদের জন্য নতুন বাসস্থান তৈরি করা। গান্ধী সাগর অভয়ারণ্যে চিতার সফল প্রজনন ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।''