/anm-bengali/media/media_files/2025/10/24/bihar-woman-2025-10-24-12-29-06.png)
নিজস্ব সংবাদদাতা: বিহারের এক মহিলার গাওয়া ছটের গান এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গানে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও। উৎসবের আবহে এই ভিডিও পৌঁছে যায় প্রধানমন্ত্রী মোদির কাছেও, আর তিনি নিজেই টুইট করে প্রতিক্রিয়া জানান।
প্রধানমন্ত্রী মোদি তাঁর এক্স (Twitter) পোস্টে লিখেছেন, “প্রকৃতি ও সংস্কৃতিকে উৎসর্গ করা এই মহা উৎসব ছট পূজা দরজায় কড়া নাড়ছে। সারা দেশজুড়ে, বিশেষ করে বিহারে, ভক্তরা পূর্ণ ভক্তিভরে প্রস্তুতিতে মগ্ন। ছঠি মাইয়ার গান এই পবিত্র উৎসবের শোভা ও পবিত্রতা আরও বাড়িয়ে তোলে। আমি অনুরোধ করছি, আপনারা ছট পূজার সঙ্গে যুক্ত গানগুলো আমাকেও পাঠান। আগামী কয়েক দিনের মধ্যে আমি সেই গানগুলো দেশবাসীর সঙ্গে ভাগ করে নেব।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/15/pm-modi-2025-08-15-12-32-14.jpg)
প্রধানমন্ত্রীর এই বার্তায় দেশজুড়ে নতুন উদ্দীপনা ছড়িয়েছে। বিহার, উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে ছটের প্রস্তুতি। নদীর ঘাট থেকে শুরু করে গৃহস্থালির ছাদ, সর্বত্র চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ও উপাচার প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর আহ্বানে এখন অনেকে নিজেদের তৈরি ছট গান, লোকসঙ্গীত ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। অনেকের মতে, মোদির এই উদ্যোগ ছট পূজাকে শুধু আঞ্চলিক নয়, জাতীয় উৎসব হিসেবেও তুলে ধরছে।
বিহার ও পূর্ব ভারতের অন্যতম বড় উৎসব ছট পূজা সূর্যদেবতা ও ছঠি মাইয়াকে উৎসর্গ করা হয়। এই উৎসবের চারদিন ধরে চলা আচার-অনুষ্ঠানে অংশ নেন কোটি ভক্ত।
#WATCH | A woman from Bihar mentioned Prime Minister Narendra Modi in a Chhath song.
— ANI (@ANI) October 24, 2025
PM Narendra Modi tweeted, "The great festival of Chhath, dedicated to nature and culture, is approaching. Devotees across the country, including in Bihar, have already immersed themselves with… pic.twitter.com/F4tkJhPBU8
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us