/anm-bengali/media/media_files/2025/10/25/chatt-puja-2025-10-25-14-22-07.png)
নিজস্ব সংবাদদাতা: ছট পূজার শুভক্ষণে বিহারের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা সবাই জানেন, আজ থেকে শুরু হয়েছে মহাপর্ব ছট। এই পবিত্র উৎসব উপলক্ষে আমি বিহারের সমস্ত মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
অমিত শাহ বলেন, “আমি ছট মাইয়ার কাছে প্রার্থনা করছি, যেন বিহার চিরকাল জঙ্গলরাজমুক্ত থাকে, রাজ্যে আইনশৃঙ্খলা মজবুত থাকে, আমাদের বোন ও কন্যারা নিরাপদে থাকেন, আর ভবিষ্যতে বিহার এক উন্নত রাজ্যে পরিণত হয়।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/26/LQUsHZYDnffniDxjnST2.jpg)
তিনি আরও যোগ করেন, “ছট উৎসব কেবল ভক্তির নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। সূর্যদেব ও ছট্ মাইয়ার আশীর্বাদে বিহার যেন শান্তি, উন্নয়ন ও সৌহার্দ্যের পথে এগিয়ে যায়—এই আমার আন্তরিক কামনা।”
রাজনৈতিক মহলে অমিত শাহের এই মন্তব্যকে প্রতীকী হলেও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ‘জঙ্গলরাজমুক্ত বিহার’ প্রসঙ্গটি তুলে তিনি বিহারের বিরোধী শিবিরের দিকে পরোক্ষ বার্তা ছুড়েছেন বলে বিশ্লেষকদের মত। বিজেপি শিবিরে অবশ্য উৎসবের আবহেই তাঁর এই বার্তাকে “জনতার সঙ্গে আবেগের সংযোগ” হিসেবে দেখা হচ্ছে।
ছট উৎসবের দিনে বিহারজুড়ে চলছে আনন্দ ও ধর্মীয় ভক্তির পরিবেশ। সূর্যদেব ও ছট্ মাইয়ার আরাধনায় গোটা রাজ্য ভরে উঠেছে আলোয় ও সঙ্গীতে। এই পবিত্র দিনে অমিত শাহের শুভেচ্ছা বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us