ছটের আগে বিহারে মোদির প্রচার বার্তা: “আপনারা সবাই পাচ্ছেন উন্নয়নের সুফল”

ছট পুজোর আগেই মোদির বিহারে বিস্ফোরক বার্তা।

author-image
Tamalika Chakraborty
New Update
modi


নিজস্ব সংবাদদাতা: বিহারে ফের নির্বাচনী আবহে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘জিএসটি বাঁচত উৎসব’-এর সুফল পাচ্ছেন সাধারণ মানুষ—এই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সকলে ‘GST বাঁচত উৎসব’-এর সুফল উপভোগ করছেন। আগামীকাল থেকেই শুরু হচ্ছে মহোৎসব ছট পূজা। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আজ এত সংখ্যায় এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।”

বিহারের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “নতুন গতিতে এগোবে বিহার, যখন আবার এনডিএ সরকার ফিরে আসবে।” তাঁর এই বক্তব্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। সভামঞ্চ থেকে তিনি ইঙ্গিত দেন, উন্নয়নের রথ থেমে থাকেনি, বরং এখন ‘নতুন গতি’ নিয়ে চলবে রাজ্য, যদি মানুষ ফের এনডিএ-কে সুযোগ দেয়।

PM Modi

প্রধানমন্ত্রী বলেন, জিএসটি উৎসবের মাধ্যমে দেশের কোটি মানুষ উপকৃত হচ্ছেন, যা সরকারের সুশাসনেরই প্রমাণ। তিনি যোগ করেন, ছট পূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের প্রতীক।

সভায় তাঁর বক্তব্যের সময় বহু জায়গায় শোনা যায় “মোদি-মোদি” স্লোগান। বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য, প্রধানমন্ত্রী ছটের আগে যে শুভেচ্ছা বার্তা দিলেন, তা বিহারের সাংস্কৃতিক হৃদয়ে ছুঁয়ে যাবে এবং নির্বাচনের আগে দলের পক্ষে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।