New Update
/anm-bengali/media/media_files/G5dNtnSGwnmS9Ir1gItG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও জল জমে যাওয়ার কারণে দেশের রাজধানী দিল্লির পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। জলের তলায় চলে গিয়েছে একের পর এক জায়গা। যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Arvind Kejriwal)। যমুনা নদীর জল একটু একটু করে হলেও কমছে। এরই মাঝে আজ রবিবার বিশেষ টুইট করলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন,‘চন্দ্রওয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শুরু হয়েছে।‘
Chandrawal water treatment plant has also started.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us