চন্দ্রযান ৩-কে 'Welcome' চন্দ্রযান ২-এর

চন্দ্রযান-৩ চাঁদে প্রথম কী পেতে পারে? গবেষণা করতে ১৪ দিন সময় লাগবে? গবেষণার জন্য মাত্র ১৪ দিন কেন বেছে নেওয়া হলো? ল্যান্ডার মডিউলটি এখন চাঁদের দক্ষিণ মেরু থেকে মাত্র কয়েক ধাপ দূরে।

author-image
SWETA MITRA
New Update
CHANDRAAA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান- (Chandrayaan 3) কেচাঁদেরপৃষ্ঠেস্বাগতজানিয়েছেচন্দ্রযান-২।দুটিমহাকাশযানেরমধ্যেযোগাযোগস্থাপনকরাহয়েছে। আজ সোমবারভারতীয়মহাকাশগবেষণাসংস্থাবা ইসরোটুইটকরেতথ্যজানিয়েছে।ইসরো (ISRO) টুইট করে জানিয়েছে, চন্দ্রযান-২ অরবিটার চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউলকে স্বাগত জানিয়েছে। ইসরো জানিয়েছে, দু'জনের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ স্থাপন করা হয়েছে। ইসরো জানিয়েছে, এখন বেঙ্গালুরুর মিশন অপারেশনস কমপ্লেক্সে (এমওএক্স) ল্যান্ডার মডিউল অর্থাৎ বিক্রমের সঙ্গে কথা বলার অনেক উপায় রয়েছে।