/anm-bengali/media/media_files/n7NYvPzTbZuPTZbCkvMA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : দূষণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। কবে শুধু রাজ্য সরকার নয়, দূষণ নিয়ন্ত্রণো অংশ নিতে হবে কেন্দ্রকেও। এমনটাই মত দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের। তিনি বলেন, "দিল্লির ভূতাত্ত্বিক অবস্থা এমন যে আশেপাশের রাজ্যগুলি থেকে ধোঁয়া আসে। দিল্লির আশেপাশের রাজ্যগুলি দূষণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে চলে। দিল্লিতে, শুধুমাত্র সিএনজি বাস চলছে, সমস্ত থার্মাল বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আশেপাশের রাজ্যগুলিতে এটি হয় না। সমস্ত রাজ্যকে প্রচেষ্টা করতে হবে এবং কেন্দ্রকেও দূষণ নিয়ন্ত্রণে অংশ নিতে হবে।"
#WATCH | Delhi: On the pollution situation, Delhi Minister Saurabh Bhardwaj says, "The geological condition of Delhi is such that smoke comes from the surrounding states. The states around Delhi should follow pollution control rules. In Delhi, only CNG buses are running, all the… pic.twitter.com/kBsjVgYZaq
— ANI (@ANI) November 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us