/anm-bengali/media/media_files/SQkIyXY9vX0VotgixIr0.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ৯০ তম জন্মদিন উদযাপন করছেন তিব্বতের ধর্মগুরু হিজ হোলিনেস দালাই লামা। তিব্বতের ধর্মগুরু হিজ হোলিনেস দালাই লামার ৯০তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে হিজ হোলিনেস দালাই লামাকে তাঁর ৯০তম জন্মদিনে অন্তরের গভীরতম শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ভালোবাসা, সহানুভূতি, ধৈর্য ও নৈতিক শৃঙ্খলার এক চিরন্তন প্রতীক। তাঁর বার্তা সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শ্রদ্ধা ও অনুপ্রেরণা জাগিয়েছে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।”
প্রধানমন্ত্রীর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। দালাই লামা, যিনি দীর্ঘদিন ধরে ভারতেই নির্বাসিত জীবনযাপন করছেন, বিশ্বজুড়ে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। তাঁর ৯০তম জন্মদিন উপলক্ষে ধূপগিরি, ধর্মশালা সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন হয়েছে। ভারত সরকারের তরফ থেকে তাঁর অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তাঁর দিকনির্দেশনায় বিশ্ব মানবতার পথে চলার আশা প্রকাশ করা হয়েছে।
PM Modi wishes Tibetan spiritual leader Dalai Lama on his 90th birthday.
— ANI (@ANI) July 6, 2025
"I join 1.4 billion Indians in extending our warmest wishes to His Holiness the Dalai Lama on his 90th birthday. He has been an enduring symbol of love, compassion, patience and moral discipline. His… pic.twitter.com/tNYBUpOTKZ