৬.৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআই আদালতে সাজা পেল ৬

কি সাজা পেল ৬ জন ?

author-image
Debjit Biswas
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (BOI) ৬.৮ কোটি টাকার প্রতারণার মামলায় আজ বড় রায় শোনাল সিবিআই(CBI)-র বিশেষ আদালত। জালিয়াতির দায়ে ব্যাঙ্ক ম্যানেজার-সহ তিনজন ব্যক্তি এবং একটি বেসরকারি সংস্থাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে।

CBI1.jpg

দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে চলা এই মামলার রায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১.২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও, ব্যাংক জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে বেসরকারি সংস্থাটির উপরও ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে আদালত।