Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/F5uwJ5qIpqihQan8R0Ty.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জল শক্তি মন্ত্রকের অধীনে থাকা WAPCOS নামের এক পরামর্শদাতা সংস্থার প্রাক্তন কর্তা (former CMD) রাজেন্দ্র গুপ্তার (Rajender Kumar Gupta) হিসেব বহির্ভূত সম্পত্তির তদন্তে নেমেছে সিবিআই (CBI)। আর এই কাণ্ডে দিল্লি, চণ্ডীগড় সহ দেশের ১৯টি জায়গায় হানা দেয় সিবিআই। মোট ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। রাজেন্দ্র গুপ্তা ও তার পরিবারে বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us