সিবিআই-এর জেরার মুখে TVK-র ৩ নেতা ! কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় ফের চাপে বিজয়

কেন চাপে পড়লেন বিজয় ?

author-image
Debjit Biswas
New Update
actvijay

নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর কারুরে তামিলগা ভেত্রি কাজাগাম (TVK) দলের একটি সমাবেশে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনায় কমপক্ষে ৪১ জনের মৃত্যুর তদন্তে গতি বাড়াল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হওয়া এই তদন্তের অংশ হিসেবে আজ দলের তিন শীর্ষ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই বিষয়কে কেন্দ্র করে আজ কারুরে সিবিআই (CBI)-এর সদর দপ্তরে জেরার জন্য হাজিরা দিয়েছেন তামিলগা ভেত্রি কাজাগাম-এর আইনি দল (Legal Team)-এর ত্রিচি জোনাল জয়েন্ট কোঅর্ডিনেটর আরসু (Arasu) সহ আরও দুই প্রশাসক।

karur stampede

সূত্রের খবর, সিবিআই (CBI) মূলত এই পদপিষ্ট হওয়ার ঘটনায় অনুষ্ঠানের আয়োজন, ভিড় নিয়ন্ত্রণ এবং ইভেন্ট ম্যানেজমেন্টে গাফিলতির বিষয়গুলি খতিয়ে দেখছে। এই কর্মকর্তারা সমাবেশের পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়ে প্রশ্নের মুখে পড়তে পারেন।