কুয়েত থেকে প্রতারক মুনাওয়ার খানকে ভারতে ফিরিয়ে আনল CBI ! দেখুন বড় খবর

কে এই মুনাওয়ার খান ?

author-image
Debjit Biswas
New Update
CBI pic.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার কুয়েত থেকে পলাতক প্রতারক মুনাওয়ার খানকে দেশে ফিরিয়ে আনলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। এর আগে জালিয়াতি এবং প্রতারণার একটি মামলার প্রধান অভিযুক্ত হিসেবে মুনাওয়ার খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা ইউনিট (আইপিসিইউ), সিবিআই, বিদেশ মন্ত্রক এবং এনসিবি-কুয়েতের সহযোগিতায় মুনাওয়ার খানকে আজ ১১ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 

G0igcbWXgAAUrrC
MUNAWAR

জানা গেছে, কুয়েত পুলিশের একটি দল তাকে হেফাজতে নেয় এবং কুয়েত থেকে ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়। সেখানে সিবিআই, এসটিবি, ও চেন্নাই পুলিশের একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। এই সফল প্রত্যাবর্তনের মাধ্যমে সিবিআই আন্তর্জাতিক অপরাধ দমনে তাদের দক্ষতা আবারও প্রমাণ করল।