নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা। এলপিজি ট্যাঙ্কারের গাড়ির নীচে আটকে গেল চারচাকা। অন্য আরেকটি চারচাকাও দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই এলপিজি ট্যাঙ্কারে। সূত্রের খবর,মধ্যপ্রদেশের ধর জেলায় এই পথ দুর্ঘটনায় ইতোমধ্যে ৭ জনের প্রাণ গিয়েছে আরও তিন জন আহত হয়েছেন। ধরের এসপি মনোজ কুমার সিং এই বিষয়ে বলেন, "বুধবার রাত এগারোটার দিকে বদনাওয়ার -উজ্জয়িনী ৪ লেনের জাতীয় সড়কে এলপিজি ট্যাঙ্কার নাকি ভুল দিক যাচ্ছিল, ফলে দু'টি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। আর ঘটনাস্থলেই চার জনের প্রাণ যায়।
/anm-bengali/media/media_files/2024/10/28/sz3MeO42l57G8OMXeZLX.jpg)