মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! এলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি

মধ্যপ্রদেশের ধর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। জানা যাচ্ছে, এলপিজি ট্যাঙ্কারের গাড়ির নীচে আটকে গেল চারচাকা। অন্য আরেকটি চারচাকাও দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই এলপিজি ট্যাঙ্কারে। দুর্ঘটনায় ৭ জনের প্রাণ গিয়েছে আরও তিন জন আহত হয়েছেন।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Accident

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  মধ্যপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা। এলপিজি ট্যাঙ্কারের গাড়ির নীচে আটকে গেল চারচাকা। অন্য আরেকটি চারচাকাও দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই এলপিজি ট্যাঙ্কারে। সূত্রের খবর,মধ্যপ্রদেশের ধর জেলায় এই পথ দুর্ঘটনায় ইতোমধ্যে ৭ জনের প্রাণ গিয়েছে আরও তিন জন আহত হয়েছেন। ধরের এসপি মনোজ কুমার সিং এই বিষয়ে বলেন, "বুধবার রাত এগারোটার দিকে বদনাওয়ার -উজ্জয়িনী ৪ লেনের জাতীয় সড়কে এলপিজি ট্যাঙ্কার নাকি ভুল দিক যাচ্ছিল, ফলে দু'টি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। আর ঘটনাস্থলেই চার জনের প্রাণ যায়।

Accident