আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবে পুলিশ?

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় আজ ৫ অক্টোবর, বৃহস্পতিবার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-কে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করা হবে।

author-image
Adrita
New Update
v

নিজস্ব সংবাদদাতাঃগতকাল ৪ অক্টোবর আপ নেতা সঞ্জয় সিং-কে (Sanjay Singhদিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির (Delhi Liquor Scam Case) অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেফতার করেছে। এই আবহে আপ সমর্থকদের (AAP Party) বিক্ষোভ মিছিলের জেরে উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লি। এবার এই বিক্ষোভ মিছিল নিয়ে মুখ খুললেন দিল্লির বিশেষ সি পি দীপেন্দ্র পাঠক (Delhi Special CP Deependra Pathak)।

hiring.jpg

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, '' আম আদমি পার্টির একটি প্রতিবাদ মিছিল চলছে। ভিড় ধীরে ধীরে জড়ো হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ এখানে উপস্থিত রয়েছে। আমরা সংগঠকদের সাথে যোগাযোগ করছি। আমরা নিশ্চিত করব যে আইন-শৃঙ্খলা বজায় থাকবে। আমরা বিক্ষোভকারীদের দমন করার যথাযথ চেষ্টা করব। 

hiring 2.jpeg