আকাশপথে শক্তিবৃদ্ধি ভারতের, যুক্ত হল নয়া পালক

C-295 পরিবহন বিমানের আনুষ্ঠানিক যোগদান হয়ে গেল এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (36) (2).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হল নয়া শক্তি। C-295 পরিবহন বিমানের আনুষ্ঠানিক যোগদান হয়ে গেল এদিন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে ভারতীয় বিমান বাহিনীতে C-295 মেগাওয়াট পরিবহন বিমানকে অন্তর্ভুক্ত করেছেন আজ। বিমানের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে, পুজো দিয়ে এদিন সেই বিমানের অন্তর্ভুক্তি হয়। C-295 বিমানের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হল ভারতীয় আকাশপথ।