শহীদ একাধিক জওয়ান, পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান, আগুন, সরব বিজেপি

সেনা জঙ্গির গুলির লড়াই ভারতের তিন বীর পুত্র শহীদ হয়েছেন। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের (Anantnag) কোকেরনাগ এলাকায় গতকাল নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে এনকাউন্টার হয়।

author-image
SWETA MITRA
New Update
firee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে (Anantnag) সেনা ও জঙ্গিদেরমধ্যে রুদ্ধশ্বাস এনকাউন্টারের ঘটনা ঘটে। এদিকেসংঘর্ষেকর্নেলমনপ্রীতসিং, মেজরআশিসধনাকএবংডিএসপিহুমায়ুনভাট মৃত্যুবরণ করেন। এই ঘটনারপ্রতিবাদেই আজজম্মু (Jammu)-তেভারতীয় জনতা যুব মোর্চার(BJYM) কর্মীরাবিক্ষোভদেখানএবংপাকিস্তানেরবিরুদ্ধেস্লোগানদেন।