সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে প্রস্তুতি ! আগামীকাল সর্বদলীয় ও বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক

কেন বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
New-Parliament-Building-ezgif.com-avif-to-jpg-converter

নিজস্ব সংবাদদাতা : সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনকে সামনে রেখে আগামীকাল, ৩০ নভেম্বর গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক ডাকা হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং লোকসভা ও রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল (BAC) এই বৈঠকগুলো করবে, যেখানে অধিবেশনের কর্মসূচি ও কার্যধারা নিয়ে আলোচনা হবে।

456675-pti06272024000172b

অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সরকার আগামীকাল সকাল ১১টায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে সব দলের নেতারা উপস্থিত থাকবেন এবং সরকারের কাছে তাদের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।