New Update
/anm-bengali/media/media_files/bkOJs16AkJJsaknRT32B.jpg)
মনজিৎ সিং, পুঞ্চ : উপত্যকার নতুন রুটে শুরু হল বাস পরিষবা। পুঞ্চ থেকে শ্রীনগর পর্যন্ত সরাসরি এবার যাওয়া যাবে বাসে। মুঘল রোড হয়ে বাসটি পৌঁছবে রাজধানীতে। পুঞ্চের উন্নয়ন কমিশনার ইয়াসিন মহম্মদ চৌধুরী বাস পরিষেবা চালু করেছেন। বাসে মোট ৩৩টি আসন রয়েছে। শ্রীনগরের উদ্দেশ্যে প্রতিদিন সকাল ৮টায় পুঞ্চ থেকে যাত্রা শুরু করবে এই বাসটি। জন প্রতি ভাড়া ৩৯৮ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us