ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! সুখবর

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে ২ হাজার টাকা। অবাক হয়ে গেলেন তো? এবারের কেন্দ্রীয় বাজেটেই এই বিশেষ সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার।

author-image
Anusmita Bhattacharya
New Update
money 3.jpg

নিজস্ব সংবাদদাতা: আসন্ন বাজেটে কৃষকরা সুসংবাদ পেতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি ২০২৪ এর বাজেট পেশ করবেন। তারপরেই লোকসভা নির্বাচন। এমন পরিস্থিতিতে সরকার কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে বলে অনুমান। সম্ভবত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি বাড়ানোর ঘোষণা করে দিতে পারেন অর্থমন্ত্রী।

এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বার্ষিক ৩টি কিস্তি দেওয়া হয়। এর মধ্যে ২০০০ টাকার কিস্তি দেওয়া হয়। অনুমান, কৃষকদের দেওয়া কিস্তি এখন ৩-এর পরিবর্তে ৪-এ নামিয়ে আনা হতে পারে। মানে ১টি করে কিস্তি বাড়ানো বাড়িয়ে দেওয়া  হতে পারে। প্রতি চার মাস অন্তর কিস্তির টাকা দেওয়া হয়। তবে এটি বাস্তবায়িত হলে সেটা ৩ মাস পর পর অর্থাত্‍ ত্রৈমাসিক ভিত্তিতে দেওয়া হবে।

তবে কিস্তির পরিমাণও বাড়ানো হবে কি না সে বিষয়ে কোনো তথ্য নেই। কিন্তু, যদি কিস্তি বাড়ানো হয় তবে নিশ্চিতভাবে কৃষকরা প্রতি তিন মাসে ২০০০ টাকা পাবেন। অর্থাত্‍ বছরে মোট ৮ হাজার টাকা আসবে।