New Update
/anm-bengali/media/media_files/cCGgNpd65bAQMFmiYzTR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকটা দিন বাকি ব্যস তারপরেই ২৬ জানুয়ারি চলে আসবে। আর ২৬ জানুয়ারি মানেই হল প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যে সকলের সব প্রস্তুতি তুঙ্গে রয়েছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো অংশ নেবে বিএসএফ মহিলা কন্টিনজেন্ট ও ব্রাস ব্যান্ড কন্টিনজেন্ট। আর এই নিয়ে বক্তব্য রাখলেন বিএসএফের ২৫ তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কমল কুমার। তিনি জানান, ‘কর্তব্য পথে ১৪৪ জন মহিলার দলকে দেখা যাবে। থাকবেন প্ল্যাটুন কম্যান্ডর। কেন্দ্রীয় সরকার এবারের কুচকাওয়াজে মহিলাদের বেশি বেশি করে অংশগ্রহণ দেখতে চেয়েছেন।‘
#WATCH | BSF 25th Battalion Commandant Amal Kumar speaks on the BSF Women Contingent & Brass Band Contingent that will participate for the first time in the Republic Day parade on Kartavya Path. pic.twitter.com/n6VYFWFcw5
— ANI (@ANI) January 10, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us