পাকিস্তান কেড়ে নিয়েছে মামার প্রাণ, তার বদলা চায় ভাগ্নে!

বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
BSF-Sub-Inspector-Md-Imteyaz-Martyred-in-Cross-Border-Firing-in-Jammus-R-S-Pura

File Picture

নিজস্ব সংবাদদাতা: শনিবার রাতে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতেই হামলা শুরু হয় আখনুর, রাজৌরি, পুরা সেক্টরে। আর সেই সংঘর্ষেই প্রাণ হারান বিএসএফের সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। বিহারের বাসিন্দা এই শহীদ অফিসার। কাল রাতেই খবর যায় তাঁর বাড়িতে। আর তারপর থেকেই বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

তার ভাগ্নে মহম্মদ আফতাব এদিন এই প্রসঙ্গে বলেন, “তিনি আমার সাথে শেষ কথা বলেছিলেন দুই দিন আগে। আমরা একে অপরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলাম। আমরা (তার মৃত্যুর) খবর জানতে পারি রাত ৮.৩০-৮.৪৫ মিনিটের দিকে। আমাদের বলা হয়েছিল যে তিনি আর নেই। তিনি সত্যিই ভালো ছিলেন, তিনি আমার মামা ছিলেন”।