মাদক-সন্ত্রাসে বড় আঘাত ! পাঞ্জাব সীমান্তে বিএসএফের অভিযানে ৬.৬ কেজি হেরোইন, অস্ত্র উদ্ধার

বড় সাফল্য পেল BSF।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) পাঞ্জাব সীমান্তে গতকাল মধ্যরাতে দুটি সফল অভিযান চালিয়ে পাকিস্তান-সমর্থিত মাদক ও সন্ত্রাস নেটওয়ার্কে বড় আঘাত হেনেছে। বিএসএফ জানিয়েছে, এই অভিযানে প্রায় ৬.৬৩৮ কিলোগ্রাম হেরোইন এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিএসএফ সূত্র অনুযায়ী, অমৃতসর এবং ফিরোজপুর সেক্টরে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অভিযান দুটি চালানো হয়।

BSF

হেরোইন উদ্ধার (অমৃতসর): অমৃতসর সেক্টরে প্রায় ৬.৬৩৮ কিলোগ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

অস্ত্র উদ্ধার (ফিরোজপুর): অন্যদিকে, ফিরোজপুর সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোন বা পাচারকারীদের মাধ্যমে এই মাদক ও অস্ত্রগুলি ভারতে পাঠানোর চেষ্টা হচ্ছিল।