/anm-bengali/media/media_files/2025/10/05/screenshot-2025-10-05am-2025-10-05-10-01-24.png)
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বান্ট গ্রামে প্রবল বৃষ্টির জেরে প্রধান সেতুটি ভেসে যাওয়ায় গ্রামবাসীদের ভোগান্তি বেড়েছে। নদী পারাপারের অন্য কোনো পথ না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে অটো রিকশা কাঁধে তুলে নদী পার হচ্ছেন— এমনই এক অবিশ্বাস্য দৃশ্য ধরা পড়েছে সাম্প্রতিক এক ভিডিওতে।
/anm-bengali/media/post_attachments/f3a8e33f-aef.png)
গত কয়েক দিনের ভারী বর্ষণে এলাকায় একাধিক রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন বিকল্প পথ তৈরির চেষ্টা করলেও যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত সেতু পুনর্নির্মাণ না হলে জরুরি পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জরুরি মেরামতির কাজ শিগগিরই শুরু করা হবে।
#WATCH | Villagers from Bant Village of Jammu and Kashmir's Udhampur district carry an Auto Rickshaw on their shoulders to cross a river, after a key bridge was washed away by heavy rains in recent times. pic.twitter.com/0FVuhEG0qO
— ANI (@ANI) October 5, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us