পণ চাওয়ায় বরকে গাছে বাঁধল কনের পরিবার
পণ চাওয়ায় হবু বরকে গাছের সঙ্গে বেঁধে রাখলেন মেয়ের বাড়ির লোকজন। শুধু তাই নয়, পণের দাবি করায় হবু বরের বাড়ির লোকজনকেও আটকে রাখা হয়।
পণ চাওয়ায় হবু বরকে গাছের সঙ্গে বেঁধে রাখলেন মেয়ের বাড়ির লোকজন। শুধু তাই নয়, পণের দাবি করায় হবু বরের বাড়ির লোকজনকেও আটকে রাখা হয়।
উত্তরপ্রদেশের জৌনপুরের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
বিয়ের আসরে যখন মালাবদলের সময় আসে, সেই সময় কনের বাড়ির লোকজনের কাছে দাবি করা হয় পণ। যা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি নিয়ে উত্তাপ ছড়াতেই কনের বাড়ির লোকজন এরপর গাছের সঙ্গে বরকে বেঁধে রাখেন।