/anm-bengali/media/media_files/1j4bzMJC0yno9reNdE5l.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে একের পর এক নারী হত্যার খবর সামনে আসছে। সদ্য এক নাবালিকাকে তার বয়ফ্রেন্ড জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে বিবাদের জেরে নৃশংস ভাবে হত্যা করে। আর আজ দিল্লির আরকে পুরমে একসঙ্গে দুই মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই বিষয়ে দিল্লির আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে মন্তব্য করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি বলেছেন, "গত এক বছরে দিল্লিতে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। মহিলারা নিরাপদ নয়। মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে। আজ আরকে পুরম এলাকায় দুই বোনকে হত্যা করা হয়েছে। অপরাধ অনেক বেড়ে গিয়েছে এবং এর পেছনের কারণ, এলজির অগ্রাধিকার ঠিক নেই"।
#WATCH | "Law and order have degraded in Delhi during the past year. Women are not safe. Violence against women has increased. Today two sisters have been killed in the RK Puram area. Crime has increased so much and the reason behind this is, the priorities of the LG are not… pic.twitter.com/rB3qhfobWE
— ANI (@ANI) June 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us