ব্রেকিং: মোদীর অনুপ্রেরণায় এবার নাগাল্যাণ্ডে বড় ভাঙন বিরোধী দলে

মোদীর অনুপ্রেরণায় এবার নাগাল্যাণ্ডে বড় ভাঙন এনসিপিতে। অজিত পাওয়ারকে সমর্থন।

author-image
Aniket
New Update
Narendra Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: শিবসেনার পর মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙন ধরিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের পর এবার নাগাল্যাণ্ডেও এনসিপিতে ভাঙন। শরদ পাওয়ারের পরিবর্তে এবার নাগাল্যান্ডের সাতজন এনসিপি বিধায়কই অজিত পাওয়ারকে সমর্থন জানিয়েছেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন নাগাল্যাণ্ডের বিধায়করা। এনসিপির নাগাল্যান্ড ইউনিটের সভাপতি ভানথুনগো ওডিউও এই বিষয়ে জানিয়েছেন।