ব্রেকিং: 'সোজা যমরাজের কাছে পাঠানো হবে, কেউ আটকাতে পারবে না', হুঙ্কার যোগীর

নারীদের উত্ত্যক্ত করলে এবার সোজা যমরাজের দর্শন, হুঙ্কার দিয়ে দিলেন যোগী। 

author-image
Aniket
New Update
Yogi adityanath

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার নারীদের উত্ত্যক্তকারীদের জন্য সোজা বক্তব্য রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, মেয়েদের উত্ত্যক্ত করলে যমরাজ দাঁড়িয়ে থাকবে। তিনি বলেছেন, “আমরা আগেই বলেছি যে আইন প্রতিটি নাগরিককে সুরক্ষা দেবে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েকে কেউ উত্ত্যক্ত করলে পরের মোড়ে 'যমরাজ' তাদের জন্য অপেক্ষা করবে। তখন তাকে 'যমরাজ'-এর কাছে পাঠানো থেকে কেউ বাধা দিতে পারবে না"।