ব্রেকিং: ভুপেশের রাজ্যে দুই দফায় নির্বাচন, দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

ছত্তিশগড়ে দুই দফায় নির্বাচন হবে। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মিজোরামে এক দফায় নির্বাচন হলেও ছত্তিশগড়ে নির্বাচন হবে দুই দফায়। আজ এমনই ঘোষণা করল নির্বাচন কমিশন। ছত্তিশগড়ে ভোট হবে ৭ নভেম্বর ও ১৭ নভেম্বর। ছত্তিশগড় বর্তমানে ভুপেশ বাঘেলের হাতে রয়েছে। তবে বিজেপি এই রাজ্যে জয়ের ক্ষেত্রে আশাবাদী। এখন কোন দল শাসনে আসবে তা তো সময়ই বলবে।