New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মিজোরামে এক দফায় নির্বাচন হলেও ছত্তিশগড়ে নির্বাচন হবে দুই দফায়। আজ এমনই ঘোষণা করল নির্বাচন কমিশন। ছত্তিশগড়ে ভোট হবে ৭ নভেম্বর ও ১৭ নভেম্বর। ছত্তিশগড় বর্তমানে ভুপেশ বাঘেলের হাতে রয়েছে। তবে বিজেপি এই রাজ্যে জয়ের ক্ষেত্রে আশাবাদী। এখন কোন দল শাসনে আসবে তা তো সময়ই বলবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us