ব্রেকিং: এবার ইউসিসির সপক্ষে বার্তা দিল দেশের বড় বিরোধী দল

ইউসিসি নিয়ে তরজা বাড়ছে। এবার মায়াবতী জানিয়েছেন, তার দল ইউসিসির প্রয়োগের বিরুদ্ধে নয়। 

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: বিজেপির বিরুদ্ধে অন্যতম বড় একটি বিরোধী দল মায়াবতীর বিএসপি। ইউনিফর্ম সিভিল কোডের বিষয়ে বিএসপির জাতীয় সভাপতি মায়াবতী বলেছেন, "আমাদের দল (বিএসপি) ইউসিসির প্রয়োগের বিরুদ্ধে নয় কিন্তু বিজেপি যেভাবে দেশে অভিন্ন সিভিল কোড কার্যকর করার চেষ্টা করছে আমরা তা সমর্থন করি না। ইউসিসি নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

Mayawati Borther And Sister-in-law Get 261 Flats At 46% Discount In Noida  Logix Infratech | UP Politics: नोएडा में मायावती के भाई और भाभी को 46% की  छूट पर मिले 261 फ्लैट्स,

ইউসিসির প্রয়োগ দেশকে শক্তিশালী করবে এবং ভারতীয়দের একত্রিত করবে। এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধও গড়ে তুলবে। তবে ইউসিসির জোরপূর্বক প্রয়োগ করা ঠিক নয়, এই ইস্যু সমস্যা তৈরি করবে। সরকারের বর্তমানে মূল্যস্ফীতি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলির ওপর নজর দিতে হবে"।