ব্রেকিং: ঘুরে গেল খেলা, মণিপুর নিয়ে এবার সংসদে আলোচনার ডাক বিজেপি সাংসদের

বিরোধীরা প্রধানমন্ত্রীকে মণিপুর ইস্যুতে সংসদে বিবৃতি দেওয়ার ও আলোচনা করার ডাক দিয়েছে বারংবার। তবে এবার বিরোধী জোটকে মণিপুর ইস্যুতে সংসদে আলোচনা করার ডাক দিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। 

author-image
Aniket
New Update
dd

নিজস্ব সংবাদদাতা: মণিপুরে বিরোধীদের সফরকে কেন্দ্র করে এবার বিরোধী জোট 'ইন্ডিয়া'কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বিরোধী জোটকে অমিত শাহের নেতৃত্বে সংসদে আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছেন।

e

তিনি বলেছেন, "সেখানে (মণিপুর) পরিস্থিতি বিশ্লেষণ করার পরিবর্তে তারা বিমানবন্দরে যাওয়ার পথে এবং বিমানবন্দর থেকে ছবি পোস্ট করছেন। তাহলে তারা কি রাজনৈতিক পর্যটনে রয়েছেন? তাদের সংসদে আলোচনার কথা বিবেচনা করা উচিত"।